শিল্প উপদে🐽ষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা হচ্ছে বলে।”
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক কারখানায় চলমান সং📖কট ও উত্💫তরণের পথ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আদিলুর রহমান খান বলেন, “পোশাক শিল্পে অস্থিরতা মালিক-শ্র꧙মিক কারোই কাম্য নয়, পোশাক শিল্পে সংঘাতময় প💟রিস্থিতির সুযোগ নেবে তৃতীয় পক্ষ। এতে মালিক-শ্রমিক কারোই লাভ হবে না।”
শিল্প 𝕴উপদেষ্টা বলেন, “শ্রমিকদের আহ্বান জানাচ্ছি, আগামীকাল (রোববার) তারা কারখানাতে ফিরবেন। আর যে সমস্ত কারখানার মালিকপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রাখবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তাদেরও মনে রাখা হবে।”
অনুষ্ঠানে পোশাক মালিকরা বলেছেন, অস্থিরতার কারণে কোনো ෴কারখানা বন্ধ করতে হলে সেখানে ১৩(১) ধারা বাস্তবায়ন করবেন 🤪তারা।
শ্রম আইন-২০০৬-এর ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; আ❀র এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন 🐷না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ🃏র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এসময় শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁౠয়া ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।