• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হারের পর ব্রাজিল কোচ বললেন, আমাদের সময় দরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৩:০১ পিএম
হারের পর ব্রাজিল কোচ বললেন, আমাদের সময় দরকার
দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

কেউ হাঁটুগেড়ে মাঠে বসে আছেন তো কেউ মুখ লুকাচ্ছেন দু’হাতে। কারও দৃষ্টি শূন্যে তো কেউ উপুড় হয়ে পড়ে আছেন মাঠে। টাইব্রেকার শেষে ব্রাজিল দলের চিত্র এটি। কারও কারও চোখে পানি। উরুগুয়ের কাছে হে♒রে কোপা আমেরিকা ফুটবল অভিযান শেষ কোয়ার্টার ফাইনালেই।

কোপার ক💛োয়ার্টার ফাইনালে রোববার সকালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। গোল🐎শূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ে জিতে যায় ৪-২ গোলে।

দলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার কিংবা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি, প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে🍨, একটি নকআউট ম্যাচে আমরা হেরেছি এবং যা প্রত্যাশিত ছিল না।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্রয়ের পর দরিভাল বলেছিলেন, এই দলকে পুনর্গঠন করতে সময় লাগবে তার। বিদায়বেলাতেও একই কথা শোনালেন ৬২ বছ💧র বয়সী কোচ, ‘আমার মনে হয়, উরুগুয়ের জাতীয় দলের একটা ধরন আছে, খুবই চমৎকারভাবে যা ফুটে ওঠে। অনেক লম্বা সময় ধরে এই দলটা একসঙ♋্গে খেলে আসছে। শুরুতে ওদেরও কিছু সমস্যা ছিল, কিন্তু তারা তা শুধরে নিয়েছে। এখন তারা ফলাফল পাচ্ছে।’

কোচ বলেন, ‘আমার ধারণা, আমরাও এরকম কিছু অর্জন করতে পারব, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে সেসব শুভ শোধরানোর জন্য কিছুটা সময় আম💧াদের প্রয়োজন। অল্প সময়ে প্রক্রিয়াটা গতিময় করার কাজটি কঠিন ছিল।’

বিশ্বকাপ বাছাইপর্বে এখন ব্রাজিল আছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। দরিভাল বললেন, ‘আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদ🐭ের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া।’

Link copied!