• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১০:৩৬ এএম
নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম পর্বে নিজেরে শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্য♊াচটি। আসরের ফাইনালের যেতে হলে 🉐এই ম্যাচে জয়ের বিকল্প নেই জামাল ভুঁইয়াদের। অন্যদিকে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে নেপালের। 

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৩ সালে। আর সর্বশেষ ফাই𒁃নাল খেলেছে ২০০৫ সালে। টুর্নামেন্টে নিজেদের দীর্ঘ ব্যর্থতা ঘোচাতে আজ জয় চাই বাংলাদেশের।

গ্রুপ পর্বটা শ্রীলংকার বিপক্ষে জয় দিয়েই♑ শুরু করে জামাল ভুঁইয়ার দল। পরের ম্যাচে ড্র করে ভারতের সঙ্গে♏। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরে টেবিলের ৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান নেয় বাংলাদেশ। শীর্ষে থাকা মালদ্বীপের পয়েন্ট ৬। দুই থাকা নেপালের পয়েন্টও ৬। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে ভারত। আর তলানিতে থাকা শ্রীলংকার পয়েন্ট ১।

টেবিলে এমন অবস্থায় শ্রীলংকা বাদে বাকি চা🐈র দলেরই রয়েছে ফাইনাল খেলার। শেষ রাউন্ডে মালদ্বীপ ও নেপাল ড্র করলেই চলে যাবে সাফ ফাইনালে। তবে হারলে বিদায় নিতে হবে, অন্য ম্যাচে ফল যাই হোক। তিনে থাকা ভারত ও চারে থাকা বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।


 

Link copied!