• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গুগলের ডুডলে মায়ের হাত ধরে বড় হচ্ছে শিশু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:০৪ পিএম
গুগলের ডুডলে মায়ের হাত ধরে বড় হচ্ছে শিশু

বিশেষ দিনগুলোকে স্মরণ করতꦫে প্রতিবারই ইন্টারনেট সার্চ 🎉ইঞ্জিন গুগল তৈরি করে থাকে রঙবেরঙের ডুডল। এবার মা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

রবিবার মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এতে দেখা যায় শিশু সন্তানের একটি হাত ধরে তার মা তাকে অনেক কিছু শেখাচ্ছেন। মায়ের আঙুল ধরে হাঁটা থেকে শুরু করে পড়াশোনার হাতেখড়ি, হাত ধোয়ার মত স্বাস্থ্যবিধি আর বৃক্ষরোপন শিখছে সন্তানেরা। 

এর আগে আ♉ন্তর্জাতিক নারী দিবসেও গুগলের বিশেষ ডুডোল নজর কাড়ে সবার। এ বছর নারী দিবসের প্রধান প্রতিপাদ্য ছিল পরিবেশ আন্দোলন ও রক্ষায় নারীর অবদান। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দিক তুলে ধরা হয় ডুডলে।

১৯০৮ সালের ৮ মে প্রথমবার মা দিবস পালন🐼ের সূচনা হয়। আনা জার্ভ🐲িস নামে এক মার্কিন নারী তার প্রয়াত মায়ের সম্মানে গির্জায় প্রার্থনার আয়োজন করেন। 

ধারণা করা হয় সেই থেকেই মা দিবস পালন শু♑রু। যুক্তꦛরাষ্ট্রে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে এই দিনটিকে।

Link copied!