• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সবচেয়ে কম বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৬:১৯ পিএম
সবচেয়ে কম বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড
ছবি : সংগৃহীত

সবচেয়ে কম বয়সে সব𒉰চেয়ে বেশি এবং সবচেয়ে উঁচু পর্বত জয় করে বিশ্ব রেকর্ড করেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। তিনি মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বত জয় করেন। সর্বশেষ ৯ অক্টোবর বুধবার সকালে তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে (৮০২৭ মিটার) আর💙োহণ করে এই ইতিহাস গড়লেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পর্বত জয়ে সর্বকনিষ্ঠ ব্যক্তি 🥀হিসেবে কৃতিত্ব ছিল নেপালের 𒁏মিংমা ডেভিড শেরপার। তখন তার বয়স ছিল ৩০ বছর। তবে সেই রেকর্ডস ভেঙ্গে দিল নিমা রিনজি শেরপা, সবচেয়ে কম বয়সে অর্থাৎ মাত্র ১৮ বছর বয়সে।

মিংমা ডেভিড শেরপার এই ১৪টি পর্বত জয় করতে সময় লেগেছিল ৯ বছর ১৫৯ দিন। সময়ের হি🅺সাবেও এগিয়ে নিমা রিনজি। তার অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ৪০ দিন।

২ বছর ৪০ দিনের এই অভিযান নেপালে꧂র সেভেন সামিট ট্রেক ও ফোরটিন পিকস এক্সপেডিশনের হয়ে নিমা রিনজি শেরপা শুরু করেন ২০২২ সালে। প্রথমে তিনি পা রাখেন নেপালের মানাসলু পর্বতশৃঙ্গে, যার উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। এরপর ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ✱ পর্বতশৃঙ্গ এভারেস্টসহ একে একে ৯টি পর্বত জয় করেন। আর গত মাসে তিব্বত অংশে অবস্থিত শিশাপাংমা শৃঙ্গে আরোহণ করে তার এই অভিযান শেষ করেন। তবে এর মধ্যে ৮০৯১ মিটার উঁচু অন্নপূর্ণা অক্সিজেন ছাড়াই আরোহণ করেন এই শেরেপা।

যেসব পর্বত আরোহণ করেছেন রিমা রিনজি

  • মানাসলু (৮১৬৩ মিটার): ৩০ সেপ্টেম্বর ২০২২
  • এভারেস্ট (৮৮৪৯ মিটার): ২৪ মে ২০২৩
  • লোৎসে (৮৫১৬ মিটার): ২৫ মে ২০২৩
  • নাগা পর্বত (৮১২৬ মিটার): ২৬ জুন ২০২৩
  • গাশারব্রুম ১ (৮০৮০ মিটার): ১৮ জুলাই ২০২৩
  • গাশারব্রুম ২ (৮০৩৫ মিটার): ১৯ জুলাই ২০২৩
  • ব্রড পিক (৮০৫১ মিটার): ২৩ জুলাই ২০২৩
  • কে টু (৮৬১১ মিটার): ২৭ জুলাই ২০২৩
  • ধৌলাগিরি (৮১৬৭ মিটার): ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • চো ওয়ু (৮১৮৮ মিটার): ৬ অক্টোবর ২০২৩
  • অন্নপূর্ণা (৮০৯১ মিটার): ১২ এপ্রিল ২০২৪ (অক্সিজেন ছাড়া)
  • মাকালু (৮৪৮৫ মিটার): ৪ মে ২০২৪
  • কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার): ৮ জুন ২০২৪
  • শিশাপাংমা (৮০২৭ মিটার): ৯ অক্টোবর ২০২৪
Link copied!