কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ঘন কুয়াশায় রাতের আঁধারে কোনো মাইক্রোব✃াস বা ট্রাকের ধাক🗹্কায় এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ൩(৫ ডিসেম্বর) রাত দুইটার দিকে উপজেলার জয়মনির হাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের সামনে কুড়িগ্রাম-ভূ⛎রুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ভূরুঙ্গামা🐼রী সদর ইউনিয়নের সাহা পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যা𝓡য়, গতকাল গভীর রাতে মোটরসাইকেলে করে রশিদুল ও কামাল রংপুরে থেকে ভূরুঙ্গামারী ফিরছিলেন। জয়মনির হাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই 🐻মারা যান রশিদুল ইসলাম।
গুরুতর আহত♓ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কামালও মারা যান।
ভূরুঙ্গামারী থান♔ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে