• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানেরা


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০২:২৩ পিএম
অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানেরা

গাজীপুর সদর উপজেলায় সাকিব আলী সরদার নামের এক বৃদ্ধকে জঙ্গলে ফেলে গেছেন সন্তানেরা। ঘটনার তিন দিন পর পুলিশ জঙ্গল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চ♐িকিৎসাধীন।    

সাকিব আ♑লী সরদার শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সাকিব আলীর এক ছেল🦋ে ও দুই মেয়ে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাকিব আলীর বড় মেয়ে ও তার জামাতা, অন্য ভাই-বোনদের সঙ্গে পরামর্শ করে তাকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ সাকিব আলীর অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপ💫ারগতা প্রকাশ করে। পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যান। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপ🌟ুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দ𝓀ুল হালিম বলেন, “৪ ডিসেম্বর ওই সাকিব আলীকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সমাজসেবা কর্মকর্তাকে জানানো হলেও তারা দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়। পরের দিন হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজখবর নিয়েছি।”

ওসি আব্দুল হালিম আরও বলেন, সম্পূর্ণ সুস্থ হলে সাকিব আলীকে বৃদ্ধাশ্রমে পৌঁ൩ছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা কর🧸া হবে।

Link copied!