স্বৈরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেনে, “সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এই সরকারকে। নির্বাচন পদ্ধতিﷺ সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিৎ তাদের। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক⛦্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
সম্প্রতির বাংলাদেশে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী♓ লীগ ও তার দোসররা ভারতে ꦅবৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।”
দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আস🦂বে না বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “ঐক্যবদ্ধ ꦓহতে হবে সবাইকে, এর বিকল্প নেই। দল মত সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”