• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিড়ালকে দুধ খাওয়ানো কতটা নিরাপদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৬:১২ পিএম
বিড়ালকে দুধ খাওয়ানো কতটা নিরাপদ
উদ্ভিজ্জ, শস্য বা দুগ্ধজাত খাবারের তাদের প্রয়োজন হয় না বিড়ালের । ছবি : সংগৃহীত

পোষা প্রাণী বিড়ালকে অনেকে আদর করে দুধ খেতে দেন। আর বিড়ালও চুকচুক করে খেয়ে ফেলে নিমিষে। কারণ এটি তার পছন্দের একটি খাবার। কিন্তু প্রানীবিশেষজ্ঞরা বলছেন 💛অন্যকথা। বিড়ালের স্বাস্থ্যের জন্য দুধ খুব ক্ষতিকর। 

কেননা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিড়াল তার মায়ের দুধ ছাড়া অন্য কোনও দুধ খাওয়ার হজমশক্তি হারিয়ে ফেলে। আসল 🃏বিষয়টি𝐆 হলো, মায়ের দুধ ছাড়ার পর বেশির ভাগ বিড়াল ল্যাকটোজ হজম করার ক্ষমতা হারায়। ফলে দুধ বা অন্যান্য দুগ্ধজাতীয় খাবার হজমে সমস্যা তৈরি হয়। 

যুক্তরাষ্ট্রের🐼 পশু চিকিৎসকরা জানাচ্ছেন, প্রকৃতপক্ষে মায়ের দুধ ছাড়া বিড়ালের জন্য অন্য কোনও দুধের প্রয়োজন নেই।  এবং গরুর দুধ তার জন্য অনেক বেশি ক্ষতিকর।

যুক্তরাষ্ট্রের শার্লটসভিল ক্যাট কেয়ার ক্লিনিক জানাচ্ছে, চর্বি ও প্রোটিন থাকায় দুধসহ দুগ্ধজাত খাবারের প্রতি আকৃষ্ট হয় বিড়াল। তাই স♒ামনে পেলেই গোগ্রাসে খেয়ে😼 ফেলে। 

ফলসরূপ গ্যাস্ট্রিক, ডায়রিয়া ও বমির মতো স🎉মস্যায় ভোগে। বিড়াল মূলত মাংসাশী প্রাণী। প্রোটিন, কম কার্বোহাইড্রেট ও মাঝারি চর্বিযুক্ত খাবারের প্রয়োজন হয় তার শরীরে। কোনও উদ্✤ভিজ্জ, শস্য বা দুগ্ধজাত খাবারের তাদের প্রয়োজন হয় না। 

তবে &nbs💟p;কি꧙ছু বিড়াল দুগ্ধজাত খাবার হজম করতে পারলেও বেশিরভাগ তা পারে না। তাই বিড়ালকে এ জাতীয় খাবার খেতে দেওয়া থেকে বিরত থাকা উচিত।

Link copied!