ওজন কমাতে শরীরচর্চার বিকল্প নেই। পাশাপাশি খেতে হবে সুষম খাবার। তেল-মশালাদার জাঙ্ক ফুড খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। রাখতে হবে এমন কিছু সবজি, যা ওজন কমাতে সাহায্য করবে। প্রতিদিনের খাবারে শাকসবজি থাকা জ𒅌রুরি, বলছেন পুষ্টিবিদ থেকে চিকিৎসকেরা। কিন্তু কোন সবজি ওজন কমাতে সাহায্য করবে, তা জেনে নিন।
লাউ
লাউয়ের রস খুব উপকারী। লাউ খেলে পেট ঠান্ডা থাকে। এতে ক্যালোরির পরিমাণ বেশ কম। পাশাপাশি ℱএতে থাকে প্রচুর পানি। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন’-এর গবেষণায় উল্লেখ করা হয়েছে, পানি ও ফাইবার সমৃদ্ধ এই সবজিটি খেলে পেট ভরে যায়। অথচ সেই অর্থে ক্যালোরি যায় না শরীরে। যার ফলে ওজন বৃদ্ধির ভয় থাকে না।
ফুলকপি
কম ক্যালোরি ও ফাইবা🍎র সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে ফুলকপিও। শীতের এই সবজি এখন বছরভরই মেলে। এতে থাকে ‘ইন্ডোল’ নামে একটি রাসায়নিক উপাদান, যা বিভিন্ন হরমোনের ভারসাম্য বজায় রেখে মেদ কমাতে সাহায্য করে।
গাজর
ভিটামিনে ভরপুর গাজর চে𓆉াখ ভাল রাখে। অ্যান্টি অক্সিড্যান্টে পরিপূর্ণ গাজরে ক্যলোরির পরিমাণ খুব কম। ফাইবারও থাকে এতে। স্যালাড থেকে রান্না করা সবজির তালিকায় গাজর রাখলে পেট ভরলেও, শরীরে ক্যালোরি সেඣ ভাবে যাবে না। নিয়ন্ত্রণে রাখা যাবে ওজন।
করলা
শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্🐎রণে এই সবজি কার্যকরী। গবেষণা বলছে, করলা শরীরের মেদ ক🌺মাতে সহায়ক। বিশেষত পেটের। এ ছাড়াও রয়েছে এর নানা উপকারিতা।
শসা
স্যালাড হিসাব꧅েই শসা খাওয়ার চল সবেচেয়ে বেশি। এতে প্রচুর পানি থাকে। কম ক্যালোরির এই সবজি খেলে সহজেই পেট ভরে যায়। সে কারণে ওজন কমানোর জন্য প্রতিদিনের ডায়েটে শসা রাখা যায়।