• ঢাকা
  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘন ঘন প্রস্রাব যেসব রোগের লক্ষণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ১০:৫০ এএম
ঘন ঘন প্রস্রাব যেসব রোগের লক্ষণ
প্রতীকী ছবি

রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে? রাস্তাঘাটে বেরোলে রীতিমতো নাজেহাল হচ্ছেন। বয়স্কদের মধ্যে সাধারণত এমন প্রবণতা দেখা দেয়। কিন্তু কম বয়সেও যদি এমন লক্ষণ দেখা দিতে থাকে, তা হলে স💎াবধান হতেই হবে।

ডায়াবিটিস হলে ✃অর্থাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তখন ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে। কিন্তু আপনার ডায়াবেটিস নেই। তা-ও এমন হচ্ছে। তা হলে ধরে নিতে হবে ব্লাডার বা মূত্রথলিতে কোনো সমস্যা হচ্ছে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করলে ভালো। তবে রোগব্যধি থাকলে এই পরিমাণ আলাদা হবে। স্বাভাবিক অবস্থায় কোনো পূর্ণবয়স্ক ব্যক্তির প্রস্রাবের পরিমাণ ২৪ ঘণ্টায় তিন লিটার বা এর অধিক হলে তা অস্বাভাবিক। তখন একে বলা হবে ‘পলিইউরিয়া’। প্রয়োজনের অ🍨তিরিক্ত পানি খেলে, ক্যাফিন যুক্ত পানীয় ঘন ঘন খেতে থাকলে, অ্যালকোহল বেশি খেলে তখন এমন হতে পারে। কর্মসূত্রে অনেককেই রাত জেগে কাজ করতে হয়। রাতভর যদি নরম পানীয় বা চা-কফি খাওয়া💝র প্রবণতা থাকে, তার থেকেও প্রস্রাবের রোগ দেখা দিতে পারে।

হার্টের অসুখ, কিডনিতে স্টোন এবং প্রস্টেটের সমস্যা থেকেও এমনটা হতে পারে। কিডনির ওষুধ বা কয়েকরকম মানসিক রোগের ও𝐆ষুধ খেলেও প্রস্রাব বেশি পায়। মেনোপজের সময় এগিয়ে এলে নারীদের এই লক্ষণ দেখা দিꦛতে পারে।

দুরারোগ্য কোনো ব্যধি শরীরে বাসা বাঁধলে তার থেকেও এই লক্ষণ প্রকাশ পেতে প🐻ারে। মস্তিষ্কের টিউমার, মূত্রথ൲লিতে ক্যানসার, স্নায়ুর জটিল রোগ বা শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলেও ঘন ঘন প্রস্রাব পেতে পারে। তাই কী কারণে এই সমস্যা হচ্ছে তা জানতে চিকিৎসকের কাছে যেতেই হবে। ইউরিন কালচার করিয়ে দেখে দেখে নিতে পারেন, মূত্রনালিতে কোনও সংক্রমণ রয়েছে কি না। তবে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়াই ভালো।

Link copied!