• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অটোরিকশা চালকদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ১২:০৮ পিএম
অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

দৈনিক জমা কমানোর দাবিতে রাজধানীর সায়েদাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত🌺 অটোরিকশা চালকেরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার পর তারা সায়েদাব🏅াদের জনপথ মোড়ের পাশের সড়ক অবরোধ করেন। এতে যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী এবং যাত্রাবাড়ীমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

সিএনজি অটোরিকশা চালকেরা জানিয়েছেন, মালিকেরা তাদের কাছ থেকে দৈনিক এক হাজার ২৫০ টাকা জমা নেন। কিন্তু সরকার নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা। সে হিসেবে মালিকেরা ৩৫০ টাকা বেশি নেন। সরকার নির্ধারিত জমা নেওয়ার দাবিতে তারা সড়ক অব💜রো𓃲ধ করেন।

চালকরা আরও জানান, অনেক সময় মালিকেরা একদিনে দুইজনের কাছেও গাড়ি দিয়ে জমা আদায় করে থাকেন। একজন সকাল থেকে সন্ধ্যা পর♈্যন্ত চালান তার কাছ থেকে নেন ৯০০ টাকা। রাতে অটোরিকশা ভাড়া দেন আরেকজনের কাছে। তার কাছ থেকে নেন সাড়ে ৭০০ টাকা।

তাদের অ🅘ভিযোগ, এভাবে মালিকেরা চাল🥂কদের শোষণ করছেন। অটোরিকশার জ্বালানি (গ্যাস) খরচ চালকদের দিতে হয়, তার ওপর এত বেশি জমা দেওয়ায় তাদের আর কিছুই থাকে না, তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে আব্দুল আজিজ নামে এক অটোরিকশা চালক বলেন, “সকাল ৯টায় অটোরিকশা নিলে রাত ১০টার মধ্যে জমা দিতে হয়, এটাই সারা দিনের হিসাব। এ সময়ের জন্য মালিককে এক হাজার ২৫০ টাকা জমা দিতে হয়। লম্বা লাই🥃নে দাঁড়িয়ে গ্যাস নিতে অনেক সময় চলে যায়। এত বেশি জমা হওয়ায় গাড়ি চালিয়ে আমাদের আর কিছুই থাকে না। কোনো মালিক সরকারের নির্ধারণ করা ৯০০ টাকা নেন না।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!