• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যত অপপ্রচার করুক, আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না : ড. ইউনূস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:১৭ এএম
যত অপপ্রচার করুক, আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না : ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধ𓆏ান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “৫ আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র-জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে, সেই ঐক্যে কোনো চিড় ধরেনি, ফাটল ধরেনি। যড়যন্ত্র𓃲 মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি।”

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস অ🍌্যাকাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা সেই জ🐻াতি যে জাতি ৫ আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি। সেই জাতি এখনো সজাগ আছে, ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই।”

যড়ন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে 🌳গেছি। ঠান্ডা আমরা হইনি। আমরা আগের সেই পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচারমুক্ত করেছি, সেই ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে।”

গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে, তা কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এই স্বাধীনতা আমাদের কꦜাছ থেকে ছিনিয়ে নেওয়ার শক্তি কারও নেই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায়নি।”

তিনি বলেন, “আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে, সেগুলো পড়েন। সেগুলো এখনো মুছে যায়নি। তকতক করছে। সেটা আমাদের 𝓡বুকেও তকতক করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি, যারা লড়াই করবে।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “ౠযে কোনো দেশে নানা মত, নানা পথ থাকে। কিন্তু দেশের স্বার্থের বিষয়ে কোনো ধরনের মতভেদ আমাদের মধ্যে নেই। ৫ আগস্টের পর থেকে ❀একত্র হয়ে চলেছেন, সেই একতা, মজবুত ঐক্য এখনো রয়ে গেছে এবং থাকবে।”

Link copied!