• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওজন কমাতে খাদ্যতালিকা থেকে বাদ দিন এই তিন খাবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৩:০৯ পিএম
ওজন কমাতে খাদ্যতালিকা থেকে বাদ দিন এই তিন খাবার
ওজন কমাতে হলে সবার আগে বন্ধ করতে হবে চিনি। ছবি প্রতীকী

ওজন কমাতে অনেকেই নানা ডায়েট প্ল্যান মেনে চলেন। সেই সঙ্গে থাকে 🧸শরীরচর্চাও। সবার জন্য ডায়েট প্ল্যান আবার সমান নয়🎃। তাই পরিকল্পনায় ভুল হলে দেখা দিতে পারে বিপদ। তবে পুষ্টিবিদরা জানিয়েছেন, ওজন কমাতে হলে খাদ্য তালিকা থেকে সবাইকেই বাদ দিতে হবে ৩টি সাদা খাবার।

সাদা চিনি

ওজন কমাতে হলে সবার আগে বন্ধ করতে হবে চিনি। 🦄জিমে গিয়ে যতই পরিশ্রম করুন না কেন, চিনি বা চিনিযুক্ত কেক, মাফিন, নরম পানীয় খাওয়া বন্ধ না করলে লাভের লাভ কিছুই হবে না। চিনি যে শুধু ওজন বাড়িয়ে দেয়, তা নয়। শরীরে হরমোনের ভারসাম্যও নষ্ট করে। মিষ্টি যদি একান্ত খেতেই হয়, তা হলে ম্যাপল সিরাপ, মধু কিংবা গুড় খেতে পারেন।

সাদা ভাত

সাদা ভাতে শর্করার মাত্রা বেশি। এই স্টার্চ ওজন বাড়িয়ে দিতে পারে খুব সহজেই। ওজন ঝ⛄রানোর সময় ভাত খাওয়া একেবারে ছেড়ে না দিলেও তার পরিমাণ নিয়ে সতর্ক হতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই পরিমাণ মেপে খাওয়া হয় না। শুধু ওজন নয়, রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ভাত। ডায়েটে যদি ভাত রাখতেই হয়, ব্রাউন রাইস খান। সাদা ভাত নয়।

সাদা পাউরুটি

সকালের নাস্তায় অনেকেই পাউরুটি খেয়ে থাকেন। কিন্তু ꧋ওজন কমাতে হলে প্রথমেই সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে। ময়দায় ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থের পরিমাণ বেশি। কিন্তু যখনই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা পাউরুটিতে পরিণত হয়, এর সব স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি এড়িয়ে চলা জরুরি।

Link copied!