সন্তান প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর𝓡্ণ অবস্থায় থাকে। এ সময় সঠিক যত্ন নিতে হয়। কিছু নিয়ম মেনে চললে এসব জটিলতা এড়ানো সম্ভব। প্রসবের পর সঠিক যত্ন নিলে মায়ের শরীর যেমন তাড়াতাড়ি সুস্থ হয়, তেমনি শিশু সুস্থ থাকে ও সবল হয়ে ওঠে। তাই প্রসব-পরবর্তী মায়ের সেবা বা যত্নে কী কী করতে হয় চলুন জেনে নিই
সেবা
প্রসবের পরপরই মায়ের এবং ﷺনবজাতক শিশুর যত্ন নেওয়া এবং প্রসবের পর ৬ সপ্তাহ পর্যন্ত মা ও শিশুর অবস্থা বিশেষ যত্ন নেওয়াকে ▨প্রসব-পরবর্তী সেবা বলা হয়।
করণীয়
প্রসবের পর মাকে বেশি করে খাবার খেতে হবে। শিশুর প্রয়োজনে বুকের দুধ তৈরির জন্য এ সময় মায়ের সুষম খাবার খাওয়া প্রয়োজন। মাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
মাকে নিয়মিত গোসল ও পরিষ্কার কাপড় পরাতে হবে।
এ সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রসূতি মাকে ভিটামিন ‘এ’ ক্যাপসূল ও আয়রন বড়ি খেতে হবে।
প্রসবের পর দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে।
পরিবারের সব সদস্যকে প্রসব-পরবর্তী মায়ের সেবা সম্পর্কে অবহিত করতে হবে।
বিপদের লক্ষণ
ডেলিভারির পরপর রক্ত পড়া যেটা কমার পরিবর্তে বাড়ে অথবা বড় কোনো রক্তের টুকরা যাওয়া।
যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব বা তরল বের হওয়া।
খিঁচুনি বা অজ্ঞান হওয়া।
তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া।
স্তনে ব্যথা, ফোলা অথবা লাল হয়ে যাওয়া।
করণীয়
এ ধরনের সমস্যা দেখা 🅘দিলে অবশ্যই সঙ্গ🍃ে সঙ্গে রোগীকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হবে।