একটা নির্দিষ্ট পরিমাণ মেদ শরীরের জন্য উপকারী কিন্তু অতিরিক্ত মেদ বা স্থূলতা ডেকে আনে ভয়ংকর সব রোগ। স্থূলত্বের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যোগ রয়েছে ক্যানসারের। অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় স্থূলতা। এমনই কথা বলছে♛ গবেষকরা।
গবেষকরা বলছে, প্রত💟ি ১০ জন ক্যান্সার আক্রান্তের মধ্যে ৪ জনে🐓র দেহের ওজনই স্বাভাবিকের চেয়ে বেশি। স্থূলত্বের সঙ্গে প্রায় ৩০ প্রকার ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সুইডেনের মালমো শহরের লান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে ৪০ লক্ষেরও বেশি মানুষের উপর সমীক্ষা করেছেন। ২০১৬ সালে ক্যান্সার সংক্রান্ত একটি গবেষণায় বলা হয়েছিল স্তন, কোলন, কিডনি এবং অগ্ন্যাশয়ের ক্যান্সারে🌼র সঙ্গে স্থূলত্বের যোগ রয়েছে। এমনকি ডায়াবেটিস থেকে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও একধাপ বেড়ে যায়। পরবর্তীকালে দেখা যায়, এই স্থূলত্বের কারণেই মস্তিষ্ক, ঘাড়, গলা, পুরুষাঙ্গের মতো দেহের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়ার প্রবণতা দিনে দিনে বাড়ছে।
সাধারণত ‘বিএমআই’ ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বলেই𝔉 ধরে নেওয়া হয়। তবে ওজন বাড়তে থাকলে এই ‘বিএমআই’-ও বাড়তে থাকে। প্রতি ৫ পয়েন্ট বেড়ে যাওয়ার অর্থ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে থাকা। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।