• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেলেন তামিল অভিনেতা বিজয়কান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০২:২২ পিএম
মারা গেলেন তামিল অভিনেতা বিজয়কান্ত
অভিনেতা বিজয়কান্ত । ছবি: সংগৃহীত

তামিল সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত মারা গ🍌েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ൩চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিজয়কান্ত। এরপর তার কোভিড-১৯ ❀পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

সংবাদমা💖ধ্যমটি আরও জানায়, ‘ক্যাপ্টেন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকেরা মনে রাখবেন বিজয়কান্তকে। চার দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার বেশির ভাগই অ𒆙্যাকশন সিনেমা।

২০০৫ সালে নয়া দল ডিএমডিকে গড়ে রাজনীতিতে প্রবেশ করꩲেন এই অভিনেতা। ২০০৬-এর বিধানসভা ভোটে মাত্র ১টি আসন জিতলেও (কুড্ডালোরের বৃদ্ধাচলম কেন্দ্রে জেতেন বিজয়কান্ত নিজেই) ৮ শতাংশের বেশি ভোট পেয়েছিল ডিএমডিকে। ২০১১ সালে এডিএমকে নেত্রী জয়ললিতার হাত ধরে ২৯টি আসন জেতে ডিএমডিকে। বিজয়কান্ত জেতেন কল্লাকুরিচি জেলার ঋষিবন্দ্যয়ম কেন্দ্রে। এরপর জয়ললিতার সঙ্গে জোট ভাঙায় বিধানসভার বিরোধী দলনেতা হন বিজয়কান্ত।

Link copied!