দীর্ঘ সময় পরে পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন শাহরুখ খান। শুরুতে পাঠান এরপর জওয়ান আর বছর শেষে ‘ডানকি’ দিয়ে হ্যাটট্রিক করতে চলছেন বলিউড বাদশাহ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্🅷তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। অন্যদিকে তার একদিন পরেই শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেতে চলেছে দক্ষিনি সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমা। তবে বলিউ🦂ড-দক্ষিণি যুদ্ধে শাহরুখ টপকে গেলেন প্রভাস।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শ🐭াহরুখ ঝড় ঠেকাতে দক্ষিণের চার রাজ্যে ঢুকতেই দেওয়া হয়নি ‘ডানকি’ সিনেমা। ওই চার রাজ্যে ‘সালার’-এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ব্যাপক পরিসরে। সিনেমা মুক্তির আগেই দক্ষিণের ৪ রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে বলিউড বাদশাহকে পেছনে ফেলেছেন প্রভাস।
সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রথম দিনে ‘ডানকি’র মোট ১৫ হাজার শোয়ের বিপরীতে সাড়ে ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। সে হিসেব অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রিতেই ১৫ কোটি আয় করেছে শাহরুখের সিনেমা। অন্যদিকে প্রভাস💯ের ‘সালার’ প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে প্রায় ২৯ কোটির।
‘সালার’র মূল ভূমিকায় অভিনয় করছে🅰ন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।
অন্যদিকে ‘ডানকি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পানꦦ্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন💖্দ্র ও ভিকি কৌশল।