মারা গেছেন তামিল ইন👍্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সিন্ধু। সোমবার (০৭ আগস্ট) ভোররাতে মৃত্যু হয়েছে তার। তামিল অভিনেতা কোত্তাচি অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, অভিনেত্রী চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই ব্রেস্ট ক্যান্সারের সঙ্গ🀅ে লড়াই করছিলেন🌼 অভিনেত্রী। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৪৪ বছর ।
সংবাদমাধ্যমটি আরও জানায়, সিন্ধুর ক্যারিꩵয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ছোটবেলায় অনেক আর্থিক অনটনে তার দিন কেটেছে। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয় তার। বিয়ের পর বছর খানেকের মধ্যেই মা হারান তিনি। দাম্পত্য জীবনও বেশি সুখের হয়নি। সন্তান বড় করতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে।
তামিল ꧟রোমান্টিক-ড্ꦡরামা ‘অঙ্গাদি থেরু’তে অভিনয়ের জন্য জনপ্রিয় ছিলেন সিন্ধু।