• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ের আগেই আবারও মা হলেন পপ তারকা রিয়ানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০১:২৯ পিএম
বিয়ের আগেই আবারও মা হলেন পপ তারকা রিয়ানা
পপ তারকা রিয়ানা, ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিশ্বনন্দিত পপ তারকা রিয়ানা। চলতি বছরের শুরুর দিক💦েই রিয়ানার দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি কন্যা সন্তানের মা হলেন এই পপ তারকা।

পিংক ভিলার প্রত✅িবেদনে জানানো হয়েছে, সন্তানের জন্মের সময় তার পাশে ছিলেন তার প্রেমিক র‌্যাপ্যার এসাপ রকি। রিয়ানার মেয়ে নাকি একেবারেই তার মায়ের মতো দেখতে হয়েছে। যদিও সন্তানের ছবি এখন-ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন না বলেই ধারণা গায়িকার অনুরাগীদের।

দꦚীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় এই পপ তারকা। এর আগে ২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন রিয়ানা। এ জুটির এটি প্রথম সন্তান। এবার তাদের পরিবা𓆏রে যুক্ত হলো কন্যা সন্তান।

গুঞ্জন রয়েছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই এসাপ রকির সঙ্গে ꧑গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন রিয়ানা। নিজের জন্ম🍌স্থান বার্বাডোজে রকির সঙ্গে বিয়ে করতে চান পপ তারকা। চলতি বছরে লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ের পরেই নাকি বার্বাডোজ়ে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যুগলের। তবে তার আগেই সন্তানের জন্ম হওয়ায় হয়তে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। 

Link copied!