• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওটিটিতে পরীমনির ‘পাফ ড্যাডি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৩:৪৩ পিএম
ওটিটিতে পরীমনির ‘পাফ ড্যাডি’
‘পাফ ড্যাডি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

ওটিটিতে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও সজল অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। বৃহস্পতিব💛ার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়েব সিরিজটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে।

রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া, আধ্য🤡াত্মিক ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হয়েছে  ওয়েব ফ্লিল্ম‘পাফ ড্যাডি’। যেখানে পরীমনিকে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হয়। অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা ই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও।

ওয়েব সিরিজটিতে আজাদ আবꦰুল কালাম, পরীমনি, সজল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকত উল্লাহ, মৌটুসি বিশ্বাস প্রমুখ।

জানা গেছে, থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ‘পাফ ড্যাডি’ ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব কর🍷ে দর্শকদের উপভোগ করতে পারবে। 

Link copied!