৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। সারꦑা বিশ্বের বিখ্যাত তারকাদের পদচারণে মুখরিত ফ্রান্সের কান শহর। এবারের কান আসরে ভারতীয় তারকারা বিশেষ পোশাকে নজর কাড়েন। এই চলচ্চিত্র উৎসবে বলিউড সুন্দরী তারকা ঊর্বশী রাউতেলা টিকটিকির জন্য ভাইরাল হয়েছে। বুধবার সকালে সামাজিক মাধ্যমে তার কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর প্রথম লুক দেখান।
গোলাপি বল গাউনে ডিজনি প্রিন্সেসের লুকে দেখা গেল ঊর্বশীকে📖। তার কানেও দুলছে টিকটিকির দুল। কিন্তু তার গলায় চোখ যেত💎েই অবাক নেটিজেনরা। অফ শোল্ডার গাউনের সঙ্গে গলায় টিকটিকি জড়িয়ে হাজির নায়িকা।
গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের অংশ নিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি গাউনে নিজের একগুচ্ছ ছবি ও ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। সেই লুক দেখে হাসির রোল নেটপাড়ায়। ঊর্বশীকে নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেন𒊎রা।
এক🧸 নেটিজেন লিখেছেন, ‘যদি গলার ওই টিকটিকিগুলো বেঁচে ওঠে, তাহলে তো ফটোশুট ভুলে পালাতে হবে।’
ক্রিকেটার ঋষভ পন্ত ও তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় প্রতিনিয়ত চর্চা চলে। সেই পন্ত প্রসঙ্গ টেনে আরেকজন লেখেন, ‘ওরে বাবা রে! শেষে টিকটিকি গলায়! যাক অন্তত পন্তের ভূতটা যেন মাথা থেকে ন🤪ামে।’