• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক সিনেমায় জায়েদ-নিপুণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০১:৫৭ পিএম
এক সিনেমায় জায়েদ-নিপুণ
জায়েদ খান ও নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এবার এক সিনেমায় কাজ কর♏তে চলেছেন তারা। বড় বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের সিনেমায় কাজ করবেন বিনোদনপাড়ার দা-কুমড়া সম্পর্কে থাকা এই দুজন।

সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন অন্তর শোবিজের স্বপন চৌধুরী।  ‘অপারেশন জ্যাকপট’ তিনিই প্রযোজনা করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ওপার বাংলার নির্মাতা এবং ঢালিউড অভিনেত্রী শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস। জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’-এ শিক্ষি🐭কার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

এদিকে জায়েদ খানের চরিত্রটি নিয়ে থাকছে চমক। সিনেমায় তাদের একই ফ্রেমে হাজির করা হবে কি না, সেটিও চমক রাখতে চান সংশ্লিষ্টরা। নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই෴ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে 🍌এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ-নিপুণ। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’।

বর্তমানে জায়েদ খান রয়েছেন দুবাই। 🐽এ সিনেমার বিষয়ে গণমাধ্যম তার কাছে জানতে চাইলে খোলাসা🌞 করেননি তিনি। বলেছেন, “আমি এখন দুবাই, আগে দেশে আসি।”

দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়𓂃ের তত্ত্বাবধানে নির্মিত হবে সিনেমাটি। এখানে তুলে ধরা হবে স্বাধীনতা ജযুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। সিনেমার প্রধান আট নায়কের বিভিন্ন চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট ৮০ জনের মতো অভিনয়শিল্পী এতে কাজ করবেন। এখন পর্যন্ত বেশ কজন শিল্পীও চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমার জন্য। 

Link copied!