সুদূর কানাডা থেকে বলিউডে এসেছিলেন নোরা ফাতেহি। চোখে ছিল ঘোরল🤡াগা স্বপ্ন। হাতে ছিল মাত্র ৫ হাজার টাকা। মুম্বাইয়ের এক ঘিঞ্জি ফ্ল্যাটে নয় ‘উন্মাদ’ নারীর সঙ্গে থাকতেন গাদাগাদি করে। দিন কাটতো একটা ডিম আর এক টুকরো পাউরুটি খেয়ে। দিনগুলো ছিল বিভীষিকাময়। আজ থেকে দশ বছর আগের সেই দিনগুলো এখনও তাড়া করে ফেরে।
বলিউডে ক্যারিয়ারের দশবছর পূর্তিতে এক স𒐪াক্ষাৎকারে ভারতের আকাশছোঁয়া জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি স্মুতিচারণা করলেন। যাতে উঠে এলো অনেক অজানা তথ্য। আনন্দবাজার পত্রিকা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে শুক্রবার।
সাক্ষাৎকারে জন্মসূত্রে কানাডার নাগরিক নোরা বলেছেন, মাত্র ৫ হাজার টাকা সম্বল করে এ দেশে এসেছিলাম। এক হাজার ডলারের (মার্কিন) মূল্য তখন বুঝতাম না। একটা তিন কামরার ফ্ল্যাটে ৯ জন ‘উন্মাদ’ মেয়ের সঙ্গে থাকতাম আর ভাবতাম নিজেকে কোথায় এনে ಌহাজির করলাম। সেই অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। এখন পর্যন্ত সেই ‘বিভীষিকা’ তাকে তাড়া করে ফেরে। তবে সময়ের সঙ্গে বলিউডে পায়ের নিচের মাটি ভীষণ শক্ত করেছেন। নোরা এখন বলিউডে শীর্ষ জনপ্রিয় তারকাদের একজন।