• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমে প্রতারিত, কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০২:৩০ পিএম
প্রেমে প্রতারিত, কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ♍নোরা ফাতেহি। একের পর এক গানে নেচে তাক লাগিয়েছেন তিনি। সম্প্রতি ছোট পর্দায় একট﷽ি ডান্স রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাকে। সেখানে একটি পর্বে নিজের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নোরা।

রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘বড়া পচতাওগে’ গানে নজর🃏 কাড়ে এক প্রতিযোগী। তাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। চোখ থ🅠েকে গালে গড়িয়ে পড়ে অশ্রু।  

সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা ব🎀লতে চান না নোরা। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। প্রতিযোগীর নাচ দেখে নিজের অতীতে ফিরে যান নোরা। সেই স্মৃতি রোমন্থন করেই মন খারাপ হয় তার।

নোরা জা𒊎নান, পারফরম্যান্স দেখে চোখে জল চলে এসেছে তার। খুবই ইমোশনাল হয়ে পড়েন তিনি। তিনিꦚ বলেন, “এটা যেন তারই গান। তিনি এটার সঙ্গে খুবই রিলেট করতে পারেন। অতীতে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন।”  

য🦩ে গান শুনে কেঁদে ফেলেন নোরা, সেই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। সেই সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা।  

নোরার হাতে বর্ꦺতমানে একাধিক কাজ রয়💛েছে। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ সিনেমায়। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’ সিনেমা দুটি।  

Link copied!