• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিলয়-সাফার প্রেমের কাঁটা রওনক হাসান!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৭:৫৪ পিএম
নিলয়-সাফার প্রেমের কাঁটা রওনক হাসান!

ঈদুল আজহা উপলক্ষ🥂ে পরিচালক তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন♚ একক নাটক ‘ওয়াদা’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— নিলয় আলমগীর, সাফা কবির ও রওনক হাসান।

অন্যরকম প্রেমের গল্পে দেখা যাবে রাশেদ ও জুথি নামের দুটি চরিত্র। যারা নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত ജশেষ নিঃশ্বাস পর্যন্ত। যেমন প্রেম আজকাল আর মেলে না। এমন দুটি চরিত্রে এবার ঈদে দেখা যাবে নি🏅লয় আলমগীর ও সাফা কবিরকে।

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, “ꦫঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।”

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে🌟 সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়াদা’।

Link copied!