আড়াল ভেঙ্গে অভিনয়ে♏ ফিরেছেন আলোচিত অভিনেত্রী পূজা চেরী। কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’-এর শুটিং দিয়ে ফের অভিনয়ে ফিরেছেন পূজা। জানালেন আফতাবনগরে চলছে সিনেমার শুটিং। শিগগিরই ছবিটির শুটিং শেষ হবে। এরপর শুরু করবে ‘দরদিয়া’র শুটিং।
জানালেন, খুব শিগগিরই তার প্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 💧জাজ মাল্টিমিডিয়ার ‘লজ্জা’র শুট🐲িং শুরু করবেন। ‘লজ্জা’ আরো আগেই শুটিং হওয়ার কথা ছিল। নানা কারণে হয়ে উঠেনি। এখন হবে।
নতুন ছবির পাশাপাশি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছ🍌েন পূজা। গানের মানুষ ইমরানের সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। এ সপ্তাহেই ঢাকায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। কাজটি খুবই ভালো লেগেছে।
পূজা বলেন, ‘নির্মাতা নাফিস ভাইকে ধন্যবাদ, তিনিই আܫমাদের প্রস্তাব দিয়েছিলেন। প্রাণ আপের বিজ্ঞ✱াপনচিত্রটির জিঙ্গেল করেছেন হাবিব ওয়াহিদ ভাই। বুঝতেই পারছেন ব্যপারটা কেমন হবে। অপেক্ষায় আছি বিজ্ঞাপনটা প্রচারের। গায়কের সঙ্গে নায়িকার রসায়ন কেমন জমেছে সেটা দর্শকই বিচার করবেন।’
নায়িকা হিসেবে পূজা প্রথম সফল হয়েছিলেন সিয়াম আহমেদের সঙ্গে। তাদের জুটির ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ দর্শক পছন্দ করেছিলেন। কোনো এক অজানা কারণে দুজনকে আর একসঙ্গে পাওয়া যাꩲচ্ছে না।
পূজা বলেন, ‘আমি জানি না, কেন আমাদের একসঙ্গ𓃲ে ছবি হচ্ছে না। আসলে প্রস্তাব তো আগে আসতে হবে! সিয়াম অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত, আমিও আমার কা🔥জ করছি। এখন প্রযোজক-পরিচালকরা প্রস্তাব না দিলে আমরা নিজেরা তো আগ বাড়িয়ে বলতে পারব না। আমাদের একসঙ্গে ছবি হচ্ছে না বলে নানা ধরনের গুজব ছড়াচ্ছেন অনেকে। বলছেন, আমাদের মাঝে নাকি দূরত্ব তৈরি হয়েছে। একদমই না, ভালো ছবি পেলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব।’
এবারর রোজার ঈদে মুক্তি পাবে পূজা ও🔴 আদর আজাদ অভিনীত ‘নাকফুল’। আলোক হাসান পরিচালিত ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পূজা। কোরবানির ঈদের আরেকটি ছবি হাতে নিয়েছেন। পরিচালক ও সহ-অভিনেতার কথা এখনই জানাতে চান না পূজা। মার্চে শুরু হবে শুটিং, এই তথ্য অবশ্য জানালেন।