ব্ল্যাকপিংক তারকা জেনির সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি ঘটেছে ব🍨িটিএস তারকা ভির। তাদের ঘনিষ্টজনের বরাতে এ খবর জানিয়েছে দক্ষিণ কোরী🌄য় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ।
তবে এ বিষয়ে ভির এজেন্সি বিগহিট মিউজিক ও জেনির এজেন্সি ওয়াইজি 🎃এন্টারটেইনমেন্টের তরফ থেকে এখনো আন🅷ুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।
কে–পপ অঙ্গনে সবচেয়ে আলোচিত জুটি ছিলেন ভি ও জেনি। গত বছরের জুনে কোরিয়ার জে💛জু দ্বীপের এক রিসোর্টে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এর পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দুজনের কিছু অন্তরঙ্গ ছবিও প্রকাশ্যে আসে।
এ বছরের মে মাඣসে এ জুটি প্যারিসে ঘুরতে 👍গিয়েছিলেন। তাতে তাদের প্রেমের গুঞ্জন সত্যি বলে ধরা হয়েছিল।
এদিকে চলতি সপ্তাহে বিগহিট মিউজিಌক এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই সামরিক প্রশিক্ষণে যোগ দেবেন 🅷বিটিএস তারকা ভি। এর মধ্যেই প্রেমে ভাঙনের খবর এসেছে।