• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেম ভাঙল বিটিএস তারকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:৩৯ পিএম
প্রেম ভাঙল বিটিএস তারকার
বিটিএস তারকা ভি ও ব্ল্যাকপিংক তারকা জেনি

ব্ল্যাকপিংক তারকা জেনির সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি ঘটেছে ব🍨িটিএস তারকা ভির। তাদের ঘনিষ্টজনের বরাতে এ খবর জানিয়েছে দক্ষিণ কোরী🌄য় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ।

তবে এ বিষয়ে ভির এজেন্সি বিগহিট মিউজিক ও জেনির এজেন্সি ওয়াইজি 🎃এন্টারটেইনমেন্টের তরফ থেকে এখনো আন🅷ুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

কে–পপ অঙ্গনে সবচেয়ে আলোচিত জুটি ছিলেন ভি ও জেনি। গত বছরের জুনে কোরিয়ার জে💛জু দ্বীপের এক রিসোর্টে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এর পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দুজনের কিছু অন্তরঙ্গ ছবিও প্রকাশ্যে আসে।

এ বছরের মে মাඣসে এ জুটি প্যারিসে ঘুরতে 👍গিয়েছিলেন। তাতে তাদের প্রেমের গুঞ্জন সত্যি বলে ধরা হয়েছিল।

এদিকে চলতি সপ্তাহে বিগহিট মিউজিಌক এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই সামরিক প্রশিক্ষণে যোগ দেবেন 🅷বিটিএস তারকা ভি। এর মধ্যেই প্রেমে ভাঙনের খবর এসেছে।

Link copied!