সিনেমা প্রেমীদের জন্য সুখবর। কোনো রকম মূল্য ছাড়া আজ দেখা যাবে ৯টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এই আয়োজনটি করেছে জাতীয় সার্চ কমিটি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ🌌্যা ৬টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্যগুলো। মজার বিষয়, প্রদর্শনীর পর দর্শকেরা নির্মাতাদের সরওাসরি প্রশ্নও করতে পারবেন।
এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় এই তথ্য। আয়োজনে দেখানো হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত তরুণ নির্মাতা মেহেদি হাসান পরিচালিত সিনেমা ‘আ বোরিং ফিল্ম’। বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশ কিছু আয়োজনে প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ‘ট্রানজিট’। এক তরুণের প্রবাসে যাওয়ার অপেক্ষার গল্প এটি। পরিচালক আরিক আনাম খান।
সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্পভাবনা অবলম্বনে ন🤡ির্মিত দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’, তাসমিয়াহ আফরিন মৌয়ের স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, ‘শাটিকাপ’ খ্যাত নির্মাতা তাওকির শাইকের স্বল্পদৈর্ঘ্য ‘আয়না’, গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’, তরুণ প্রযোজক হাসিব শাকিল প্রযোজিত ও জায়েদ সিদ্দিকী পরিচালিত ‘দাঁড়কাক’।
এ ছাড়া নির্মাতা আল হাসিব খানের স্বল্পদৈর্ঘ্য ‘ব্রিদিং ইজ আ গিফট’ প্রদর্শিত হবে। এর ♍আগে অস্কার কোয়ালিফায়িং উৎসবে প্রশংসা কুড়ায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ 𝔍ফিকশন’। এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ খান সিজু। জানা যায়, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রথমবারের মতো বাংলাদেশে প্রিমিয়ার করছে।