প্রায় ২২ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌ🌱দি আরব থেকে এসব জ্বালানি তেল কেনা হবে।
বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়েꦅর উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কম🃏িটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্ꩲয জানান অর্থ♛ উপদেষ্টা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রায় ৭০৮ দশমিক ৫৫ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর স্পট ম🤪ার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে ♏(ভ্যাট এবং ট্যাক্সসহ)। প্রতি একক এলএনজির দাম পড়বে ১৫ দশমিক ২ মার্কিন ডলার।
এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০২৫ সালের জন্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পান🥂ি (এডিএনওসি) থেকে প্রায় ৫ হাজার ২০৮ দশমিক ৩৭ কোটি টাকায় ৬ লাখ টন মুরবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।
অন্য একটি প্রস্তাবের প্রেক্ষিতে বিপিসি ২০২৫ সালের জন্য প্রায় ৬ হাজার ২৫ কোটি 🦄২১ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবিয়ান অয়েল কোম্পানি (সৌদি আরামকো) থেকে ৭ লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ কর🌳বে।
আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালেꩵর জানুয়ারি থেকে জুন পর্যন🃏্ত সময়ে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্রায় ১০ হাজার ৭১০ কোটি ১৬ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।
প্যাকেজ ‘এ’-তে সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড, প্যাক🍸েজ ‘বি’, ‘সি’ ও ‘ই’-তে সিঙ্গাপুরের ভাইটাল এশিয়া পিটিই লিমিটেড এবং প্যাকেজ ‘ডি’-তে দুবাইয়ের ওকিউ ট্রেডিং লিমিটেড সরবরাহ করবে বলে জানা গেছে।