• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন, যা জানাল কর্তৃপক্ষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৮:২৩ এএম
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন, যা জানাল কর্তৃপক্ষ
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের লোগো। ফাইল ফটো

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সচল হয়েছে মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ♍ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। এরপর ধীরে ধীরে সচল হতে থাকে অন্যান্য প্ল্যাটফর্ম।

এ বিষয়ে আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলছে, “বিশ্♐বজুড়ে বড় প্𒊎রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা।”

মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ
সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, ‘আমরা যত 🥀দ্রুত সম্ভব এটি ঠিক ཧকরার জন্য কাজ করছি।’

এ সময় ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার𓆏 ও ইনস্টাগ্রামের জন্য বড় এবং তী💧ব্র স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

ডাউনডিটেক্টর ডটকম জানায়, প্রথম দিকে ১০ হাজারেরও বেশি♔ ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়। এ ছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারের বেশি। এ ছাড়া মেসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারের বেশি ব্যবহারকারী।

সাড়ে তিন ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ এ স্পাইক কমে ২০০তে নেমে আসে। এ ছাড়া ইনস্টাগ্র✨ামে স্পাইক কমে ৪ হাজারে নামে। ফেসবুকে হয় ৩ হ🌠াজার। মেসেঞ্জারের স্পাইক ৫০০তে নেমে আসে।

এদিকে তাৎক্ষণিক মেটা কর্তৃপক্ষ কোনো মন্তব্য না দিলেও পরে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ ক🌟রে বার্তা দেওয়া হয়।  

মেটার অফিশিয়াল এক্স পেজে বলা হয়, “আমরা জানি যে, একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে। আমরা 𝓰যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনো অসুবিধার জন্য দুঃখিত।”

এর আগে বু𒀰ধবার রাত ১২টায় মেটার জনপ্রি💧য় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে।

Link copied!