• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিবের ব্যাটিং ঝড়ে জিতলো দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:৫৭ এএম
সাকিবের ব্যাটিং ঝড়ে জিতলো দল
সাকিব আল হাসান। সংগৃহীত

বাংলাদেশ দলে খেলার সুযোগ পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিক সুযোগ পাচ্ছেন না বলা যাবে না, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনা কারণে। তিনি তখন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেশের বাইরে ছিলেন। অথচ, দেশে গণআন্দোলনে গণহত্যার ঘটনায় আসল দোষীদের সঙ্গে তাকেও অণ্যায়ভা♔বে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। 

জাতীয় দলে না থাকলেও তার ব্যাট-বলের নৈপূন্য তো আর থেমে নেই। লঙ্কান টি-টেন 🌞লিগে বুধবার প্রথম দিনেই ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়ে নিজ দ🦩ল গল মারভেলসকে জিতিয়ে মাঠ ছাড়লেন সাকিব। 

বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে মাত্র ৮ বলে ১টি চার ও ২টি বিশাল ছক্কায় অপরাজিত ২০ রান ক🧜রলেন ২৫০ স্ট্রাইকরেটে। তার সঙ্গে আন্দ্রে ফ্লেচারের চতুর্থ জুটিতে অপরাজিত ৬৩ রানে দলের জয় নিশ্চিত হয়। 

ফ্লেচার ২১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় 😼অপরাজিত ৪১ রান করেন। এছাড়া, আলেক্স হে𝄹লস ২৩ রান করেন। 

মাত্র ৩ উইকেট 𝔍হারিয়ে জয়সূচক রান তুলে নেয় সাকিবের দল। 

এরআগে ১০ ওভারে ৫ উইকেটে ১০০ রান করেꦛ ক্যান্ডি বোল্টস। দলের চান্ডিমাল মাত্র ২৫ 💝বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রান করেন।

Link copied!