• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ‘স্ত্রী টু’ অভিনেতা অপহরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৪৮ পিএম
এবার ‘স্ত্রী টু’ অভিনেতা অপহরণ
মুস্তাক খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল অপহরণ হয়েছিলেন।  ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর ৮ লক্ষ রুপি মুক্তিপণে 🗹ছাড়া পেয়েছেন অ👍ভিনেতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বলিউড অভিনেতার অপহরণের খবর পাওয়া গেল। ‘স্ত্রী ২’, ‘ওয়েলকাম’ খ্যাত অভিনেতা মুস্তাক খানকেও অনুষ্ঠানের টোপ দিয়ে অপহরণ করা হয়েছে।

অভিনেতার ব্যবসায়ী পার্টনার ইন্ডিয়া টুডে ডিজিটালকে জানিয়েছেন, দিল্লি-মিরুট হাইওয়ে থেকে অপহৃত হয়েছেন মুস্তাক খ𒊎ান। সুনীল পালের মতো ঠিক একইভাবে মুস্তাক খানকেও❀ অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা।

একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় মুস্তাক খানকে। সেই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় অগ্রিম টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার জন্য একট▨ি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িই মুস্তাক খানকে গন্তব্যে পৌঁছে দেবে, ইন্ডিয়া টুডে ডিজিটালকে এমনটাই জানিয়েছেন অভিনেতার ব্যবসায়ী পার্টনার।

তিনি আরও জানান, প্রায় ১২ ঘণ্টা টাকার জন্য রীতিমতো অত্যাচার করা হয় মুস্তাক খানকে। এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। শেষ পর্যন্ত অভিনেতার থে🐠কে দু’লাখের বেশি টাকা মুক্তিপণ হিসেবে নেয়। মুস্তাক খানের ব্যবসায়ী পার্টনার শিবাম জানিয়েছেন, এই ঘটনায় অভিনেতার পরিবার আতঙ্কিত।

পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। তাই অভিনেতা ও তার পরিবার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী। পুলিশ ঘটনার তদন্ত ꦦকরছে।

এর আগে সুনীল পাল ফিরে এসে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। তিনি জানান, ‘দাঁড়ভাঙা থেকে আমি দিল্লি পৌঁছাই। ফোনে বলা হল একটি ইনোভা আমাকে পিক-আপ করার জন্য দাঁড়িয়ে আছে। সেই মতো আমি গাড়িতে উঠে বসলাম। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ বলা হল আমাকে অপহরণ করা হয়েছে। এরপরই আমার চোখ বেঁধে দেয়। প্রায় আধঘণ্টা পর এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সাত-আটজন গুণ্ডা দাঁড়িয়ে ছিল। ২০ লাখ টাকা দাবি করে। 
–ইন্ডিয়া ডটকম

Link copied!