বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র দেওলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন 🧜সুশীল কুমার নামে দিল্লির এক ব্যবসায়ী। ধাবায় বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগে অভিনেতাকে সমন পাঠাল দিল্লি আদালত।ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় থেকে জানা যায়, ধর্মেন্দ্রর পাশাপাশি আরও দুই জনের নামে সমন পাঠানো হয়েছে। আগামী বছরের শুরুতে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
ওই ব্যবসায়ীর অভিযোগ, ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইজি থেকে লাভের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্ꦜরতারণা করা হয়েছে। ব্যবসায়ীর দাবি, ২০১৮ সালের এপ্রিল মাসে দুই অভিযুক্ত ধর্মেন্দ্রর নাম করে তাকে উত্তরপ্রদেশে ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইꦍজি খোলার জন্য বিনিয়োগ করার প্রস্তাব দেয়। তাকে বলা হয় ধাবা থেকে ভালো লাভ হবে।
সুশীল কুমারের অভিযোগ, অভিযুক্তরা তাকে জানিয়েছিল যে দিল্লি ও হরিয়ানার রেস্তোরাঁ থেকেꦓ অন্তত ৭০ থেকে ৮০ লক্ষ রুপি লাভ হয়। যদি তিনি ৪১ লক্ষ রুপি বিনিয়োগ করতে পারেন তাহলে ৭ শতাংশ লাভ হবে। পাশাপাশি উত্তরপ্রদেশের ফ্র্যাঞ্চাইজির জন্য স🐻াহায্যও পেয়ে যাবেন।
একাধিক মিটিংয়ের পর তাকে মোট ৬৩ লক্ষ রুপি বিনিয়োগ ও একটি জমির ব্যবস্থা করতে বলা হয়। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর এই সংক্রান্ত চিঠিও দেদয়া হয়। তার জেরেই তিনি চেক মারফত ১৭.৭০ লক্ষ রুপি দিয়েছিলেন। যা ক্যাশ করানো হয়ছিল। ২০১৮ সালের নভেম্বর মাসে জমি কিনেছিলেন। কিন্তু এত কিছু 💜করার পর অভিযুক্তরা আর তার সঙ্গে দেখা করেনি বা জমি দেখতেও যায়নি। তার জেরেই তিনি প্রতারণা ও আর্থিক ক্ষতির মামলা দায়ের করেছেন।
ব্যবসায়ীর অভিযোগ অভিযোগের ভিত্তিতেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্ড ধর্মেন্দ🦩্র ও দুই অভিযুক্তকে সমন জারি করেছে। অভিযোগকারী নাকি নিজের বক্তব্যের সপক্ষে নথিও জমা দিয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানির দ𓄧িন ধার্য করা হয়েছে। আদালতের এই সমন নিয়ে এখনও পর্যন্ত ধর্মেন্দ্রর পক্ষ থেকে কিছু বলা হয়নি।