জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমন। বছরের শেষদিকে এসে নতুন সিনেমার কাজে ব্যস্ত এই নায়ক। সিনেমার নাম 🐼‘ময়নার চর’। সরকারি অনুদানের সিনেমা এটি। বর্তমানে ইমন সিনেমার লোকেশনে রয়েছেন।
ইমন বলেন, ‘সর্বশেষ সরকারি অনুদানের চিত্রনাট্যের প্রিভিউ কমিটিতে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল ‘ময়নার চর🎶’। এতে আমি কাশেম চরিত্রে অভিনয় করবো꧂। ছবির গল্প একেবারে ‘র’। শুটিংও হবে ‘র’ লোকেশনে। এ ছবিতে নিজেকে ভেঙে নতুন করে আবিষ্কারের সুযোগ পেতে যাচ্ছি।
‘ময়নার চর’ সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় ক꧋রছেন অভিনেত্রী সুস্ম⭕ি আহসান। ইমন বলেন, ‘বেশি বললে হয়তো চমক নষ্ট হয়ে যাবে, এ জন্য বলব না ।’
গল্পে দেখা যাবে, চরের একজন প্রভাবশালী মানুষ আমি, যাকে সবাই পছন্দ করে। এলাকার মানুষের বিপদে আপদে ছুটে আসি। এই গল্প༒টা আমার জন্য একবারে নতুন।
সম্প্রতি রায়হান রাফী পরিচালিত ‘মায়া’ নামে একটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছ♌িলেন ইমন। সারিকার 𝔉সঙ্গে এতে তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়।
ইমন জানান, ‘ম෴ায়া’তে দুর্দান্ত অভিনয়ের কারণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ; দুই জায়গা থেকে অ্য𝓰াওয়ার্ড পেয়েছেন।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম সম্মাননা নিতে। সেখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমেরিকা প্রবাসীদের কাছে অভিনয়ের প্রশংসা পেয়েছি। যে হোটেলে ছিলাম সেখানে সিলেটের দুজন স্বামী-স্ত্রী প্রবাসী আমাকে অনেক দোয়া দিয়েছেন। তারা যে ‘মায়া’ মনোযোগ দিয়ে দেখে আমাওর সঙ্গে কোন দৃশ্যে কেমন করেছি সেটাও বলেছেন। তাদের সেই প্রশংসা সত্যি আমার স্পর্শ করেছে। মনে হয়েছে পরিশ্রম স্বার্থক হয়েছে।”