রাজধানী ঢাকার বায়ুর মান কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 💝প্রায় প্রতিদিনই শহরটি দূষণের তালিকায় শীর্ষে উঠে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শীতের কুয়াশার🦂 সঙ্গে ঢাকার বাতাসে যে দূষণ রয়েছে, তা সুস্থ মানুষদের জন্য খুব ক্ষতিকর। সকালে বায়ুর মান পরিমাপ করা হয়েছে ২৪০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’।
তবে বায়ুদূষণের তালিকায় ঢাকা ও লাহোরকে টপকে শীর্ষে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকি🐼স্তানের লাহোর। শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইরানও।
বৃহস্পতিবার সকাল ৬টার হিসা🤡ব অনুযায়ী, শহরগুলোর বাতাসের এই অবস্থা ছিল। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অꦜস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে🃏 সেই বাতাস দুর্যোগপূর্ণ।
সে𒀰 হিসাবে দূষণের মাত্রারܫ দিক থেকে ঢাকার বাতাস গতকালের মতো আজও খুব অস্বাস্থ্যকর।
সকালে দূষণের শীর্ষে থাকা দিল💜্লির বায়ুমান 🐻ছিল ২৬৭। দ্বিতীয় অবস্থানে থাকা করাচির ২৩৭। এই দুই শহরের বাতাসও আজ খুবই অস্বাস্থ্যকর।
চারে উঠে এস𝔉েছে ইরানের শহর তেহরান, যেখানে বায়ুমান ১৯৩ এবং শীর্ষ পাঁচে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যেখানে বায়ুমান ছিল ১৭১। এই দুই শহরের বাতাস আজ দূষণের মাঝারি পর্যায়ে রয়েছে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত ত﷽ুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫🐭) দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।