বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম কিয়ারা আদভানি। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। তবে একটা সময় ছিল, যখন পর পর🦋 সিনেমার অডিশন দিয়েও সুযোগ মেলেনি তার। তেমনই একটি সিনেমা হল আমির খানের ‘লাল সিং চাড্ডা।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম থেকেই এই 🌺সিনেমা নিয়ে নানা বিতর্ক। সিনেমাটি তৈরি হতে কয়েক বছর সময় ব্যয় করেন নির্মাতারা। তারপরও বক্স অফিসে মুখ থুব🅺ড়ে পড়ে ‘লাল সিং চাড্ডা।’
এই সিনেমাতে মুখ্য চরিত্রে ছিলেন আমির খান ও কারিনা কাপুর। সিনেমাতে কারিনা অ✃ভিনীত রূপা চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলেন কিয়ারা। তবে সেই অভিজ্ঞতা যে ভালো নয়, তা ফুটে উঠল অভিনেত্রী কথায়। জানালেন, ওই অডিশন নিয়ে আর ভাবতেই চান না তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী কিয়ারা বলেন, ‘‘আমি ‘লাল সিং চড্ডা’র জন্যও অডিশন দিয়েছিলাম। ত🥀খন যদিও জানতাম 🤡না, সেটা ‘লাল সিং চড্ডা’-র জন্য অডিশন। ওই অডিশনটি নিয়ে আমি আর ভাবতে চাই না। নিশ্চয়ই খুব খারাপ অভিনয় করেছিলাম। যদিও অনেক বছর আগের কথা।’’
‘লাল সিং চাড্ডা’ সিনেমায় একজন শিখের চরিত্রে অভিনয় করেছিলেন আমির। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় রূপান্তরণ এই সিনেমা। তবে ▨প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি।&n💃bsp;