বিশ্বে সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে টানা তিন বছর ধরে তালিকার শীর🐼্ষে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কাইফ। হিন্দি ভাষার সিনেমা দিয়ে বলিউডে তার ক্যারিয়ার শুরু হলেও কাজ করেছেন তেলুগু, মাল🌸য়ালম ভাষার ছবিতেও।
অবিশ্বাস্য শোনালেও সত্য যে, ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ভারতের ‘শত্রু দেশ’ হিসেবে পরিচিত পাকিস্তানের এক ক্রি🐠কেটারের। লাইট𝄹, ক্যামেরা, অভিনয় নিয়েই যার দিনভর ব্যস্ত থাকতে হয়, তার সঙ্গে মাঠে ঘাম ঝরানো ক্রিকেটারের বন্ধুত্ব, বিস্ময়করই বটে।
আর ক্যাটরিনার সেই পাক ক্রিকেটার বন্ধু যদি হন, সাবেক গত🐭িতারকা শোয়েব আখতার, তাহলে চমকে উঠতেই হয়। অবশ্য, শোয়েব আখতার নিজেই দাবি করেছেন, তার সঙ্গে ক্যাটরিনার বনꩵ্ধুত্ব আছে।
আর সেই দাবির সাক্ষী ছিলেন সাবেক আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। যিনি কিনা সম্প্রতি পাকিস্তানের এক টিভি কমেডি শোতে ঘট🎀না ফাঁস করে দিয়েছেন।
শোয়েবের𒅌 সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্বের কথা জানিয়ে ওয়াহাব জানান, একবার নিউজিল্যান্ড সফর চলাকালে সব ক্রিকেটাররা নৈশভোজের জন্য শোয়েবের রুমে একত্র হয়েছিলেন। সে সময় টিভিতে বলিউড সিনেমা ‘তিস মার খান’-এ ক্যাটরিনার আইটেম গান ‘শিলা কি জাওয়ানি’ চলছিল।
সেই মুহূর্তে শোয়েব ক্রিকেটারদের বলেন, ক্যাটরিনার 🌃꧂সঙ্গে তার বেশ বন্ধুত্ব ছিল। এ কথা শুনে উপস্থিত ক্রিকেটারদের অনেকেই অবাক হন। বিশেষ করে মোহাম্মদ হাফিজের মুখ হা হয়ে গিয়েছিল।
ক্রিকেটারদের অনেকেই সে সময় শোয়েব🍎ের কথা বিশ্বাস করতে রাজি হননি। তার কথা বিশ্বাস না করায় শোয়েব ক্ষিপ্ত হয়ে ক্রিকেটারদের রুম থেকে তাড়িয়ে দেন। পরে তাদের রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় ♕যেতে হয়।
প্রসঙ্গত, ‘রাওয়🦋ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার ২০১৪ সালে রুবাব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর ক্যাটরিনা কাইফ ২০২১ সালে এসে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন।