• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গণপরিবহন সংকটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০২:১২ পিএম
গণপরিবহন সংকটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ছবি : সংবাদ প্রকাশ

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-টাꦑঙ্গাইল মহাসড়কে পরিবℱহন সংকটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত🐓 ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস, এলඣেঙ্গায় এমন চিত্র দেখা যায়।

সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (২৭ অক্টোবর) থেকেই মহাসড়কে পরিবহনের সংকট তৈরি হয়েছে। এই সংকটকে পুঁজি করে অসাধু গণপরিবহন চালক 🌳ও ছোট যানবাহনগুলো বাড়তি ভাড়ায় যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছে♏।

এদিকে মহাসড়কের এলেঙ্গাসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের চ♚েকপোস্ট বসানো হয়েছে। এসময় পরিবহনগুলো তল্লাশি করছে পুলিশ ও র‌্যাব।

বিএনপির নেতা🍎রা জানান, শনিবার ঢাকায় বিএনপির🌱 মহাসমাবেশকে বানচাল করতে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে দূর-দূরান্তসহ অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে আসতে না পারেন।

চালকর🃏া জানান, ঢাকায় বিএনপির সমাবেশ থাকায় নিজেদের পরিবহনের ক্ষতির ভয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী 🦹গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে মালিক ও চালকরা। যার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট।

সিএনজিচালক আব্বাস আলী বলেন, “আমরা বাড়তি ভাড়া আদায় করছি না। সাধারণত টাঙ্গাইল থেকে মির্জাপুর পর্যন্ত যাত্রী পরিবহন করে থাকিཧ। কিন্তু আজকে মহাসড়কে যানবাহন কম থাকায় আমরা যাত্রী নিয়ে ঢাকা পর্যন্ত যাচ্ছি।”

যাত্রীরা জানান, মহাসড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। মহাসড়কে দু-একটি গণপরিবহন এলেও তারা ভাড়া চাচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে সিএনজিসহ বিভিন্নভাবে ঢাকায় যে🀅তে হচ্ছে।

আশেকপুর বাইপাস এলাকায় কথা হয় শিক্ষার্থী শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, “আমি সকালে ঘাটাইল থেকে এসেছি পাবনা যাব। কিন্তু এসে দেখি পরিবহন সংকট। এ𒊎মন হুট করে পরিবহন বন্ধ করে দেওয়ায় বিপদে পড়েছি। ꦬবিকল্প পদ্ধতি যাব, তাও ভাড়া দ্বিগুণ চাচ্ছে।”

মহাসড়কে দায়িত্বরত পুলিশের এ𒆙ক কর্মকর্তা জানান, ঢাকায় আজ বড় দুই দলের সমাবেশ থাকায় নাশকতা এড়াতে মহাসড়কের বিভ🔥িন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, “ডাকাতি বন্ধে পুলিশের নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে ৪টি চেকপ𒐪োস্ট বসানো হয়েছে। সেখানে প্রতিদিনের ন্যায় নিয়মিত তল্লাশি করা হচ্ছে।”

Link copied!