• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দুর্ঘটনার শিকার ইংল্যান্ড অধিনায়কের তিন সন্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০২:৫৩ পিএম
দুর্ঘটনার শিকার ইংল্যান্ড অধিনায়কের তিন সন্তান
স্বপরিবারে হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইনের তিন সন্তান জার্মানিতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে🗹 য𒊎াওয়া হয়েছে। কেইনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারও ক্ষতি হয়নি।

গত সপ্তাহে আর্সেনালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নিজ দেশ ইংল্যান্ডে গিয়েছিলেন বꦦর্তমানে বায়ার্ন মিউনি🌌খের হয়ে খেলা কেইন। তার পরিবার অবস্থান করছিল মিউনিখে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাটি কেইনের সন𝔉্তানদের 🍃বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়ে।

ফায়ার চিফের এক স্বেচ্ছাসেবক গাড়িতে থাকা ব্যকᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ্তিদের ‘খুবই সৌভাগ্যবান’ উল্লেখ করে জানান, কেউ গুরুতরভাবে আহত হয়নি।

বাভারিয়ান পুশিশ জানায়, চার ব্যক্তিকে বহন করা একটা রেনাল্ট গাড়ি ꦦমোড় ঘোরার সঙ্গে একটি মার্সিডিজের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেই মার্সিডিজে ছিল কেইনের তিন সন্তান, যাদের বয়স ৩ থেকে ৭ বছরের মধ্যে। রেনাল꧑্ট গাড়িটি পরে একটি ল্যান্ড রোভারকেও ধাক্কা দেয়।

পুলিশ জানায়, তিন গাড়িতে থাকা নয়জনের সবাই ছোটখাটো আহত হয়েছেন। এর মধ্যে এক নারীকে হেলিকপ🌊্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ 🐽দুর্ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Link copied!