• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হ্যারি কেইন এবং সন হিউং এর প্রতি স্প্যাইডারম্যানের পরামর্শ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ১২:২১ পিএম
হ্যারি কেইন এবং সন হিউং এর প্রতি স্প্যাইডারম্যানের পরামর্শ

স্পাইডারম্যান অভিনেতা টম হল্যান্ড হ্যারি কেইন এবং সন হিউং-মিন ๊দুজনকে তাদের ক্লাব পরিবর্তনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। টম একজন টটেনহ্যাম ভক্ত। উদ্ভটভাবে  উভয়কেই এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

স্পার্স সমর্থক হল্যান্ডকে প্রশ্ন করা হয়েছিল যে, সুযোগ দেওꦐয়া হলে তিনি কেইনকে কী বলবেন। স্প্যাইডারম্যান খ্যা💮ত তারকা উত্তর দিলেন, "তাকে বলব মাদ্রিদে যাও। চলে যাও এবং বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় হতে যা যা লাগে তাই করো। তুমি এর যোগ্য।"

তার𒅌পরে তাকে তার প্রিয় খেলোয়াড় কে প্রশ্ন করা হয়েছিল এবং তাকে সুযোগ পেলে কী বলবেন জানতে চাওয়া হয়েছিল।

তিনি বলেছেন, "সন আমার প্রিয় খেলোয়াড় এবং আমি বলব তার (☂হ্যারি) সাথে যাও! একসাথে যাও! চলে যাও এবং দয়া করে একসাথে চ্যাম্পিয়নস লিগ জিতে নাও।"

কেইনের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আসছে মৌসুমের শেষে তার চুক্তির মেযꦗ়াদ শেষ হবে। করিম বেনজেমা সৌদি আরবে চলে যাওয়ায় মাদ🌸্রিদ তাকে পেতে চাইছে। এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডও ইংল্যান্ডের অধিনায়ককে টার্গেট করছে বলে জানা গেছে। 

Link copied!