ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি আসরের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবꦰাল টি-টোয়েন্টি লিগ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে এই নতুন টুর্নামেন্টের আয়োজন করছে। যেখানে অংশ ൩নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।
রংপুর রাইডার্স এই লিগে খেললেও তরুণ পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পক্ষে। মূলত বাংলাদেশের এই পেস ❀তারকাকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়🦋ানা।
অবশ্য ইনজুরির কারণে আসরটিতে তার খেলা নিয়ে এতদিন ছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে এবার আশার কথা শোনা গেল সাকিবের ঐ টুর্নামেন্ট খেলা নিয়ে। আজ রোববার মিরপুরে বোলিং করতে দেখা গেছে সাকিবকে। সাকিবের অবস্থা নিয়ে সা𒊎ংবাদিকদের কাছে কিছু তথ্য দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির সঙ্গে।
দেবাশীষ বলেন, ‘সাকিব আজ বল করেছে। অবশ্য শতভাগ দিয়ে নয়, ৮৫ ভাগ দিয়ে বল করেছে সে। কাল (সোমবার) একটা ফিটনেস টেস্ಌꩲট হবে। সেখানে পাস করলে আমরা তাকে ছাড়পত্র দিয়ে দিব। পরে বাকি বিষয়টা দেখবে বিসিবি।’
গ্লোবা𒆙ল সুপার লিগের জন্য ইতোমধ্যে ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টট💞ির।