বাংলাদেশে নিয🍌ুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা অ🦋লরাউন্ডার সাকিব আল হাসান। এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন ব্রিটিশ হাইকমিশনার।
মꦬঙ্গলবার (২০ জুন) ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে দেখা করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
ব্রিটিশ দূতাবাসে সাকিবের সঙ্গে দীর্ঘক্ষণ খেলাধুꩵলার বিষয়ে আলোচনা করেন সারাহ কুক। তাদের মধ্যে চলতি অ্যাশেজ নিয়ে কথা হয়🌊। এছাড়া আফগানিস্তানের সঙ্গে রেকর্ড করা জয়ের ব্যাপারেও কথা বলেছেন ব্রিটিশ হাইকমিশনার।
ক্রীড়াপ্রেমী ব্রিটিশ হাইকমিশনারকে সাকিব নিজের একটি জার্সཧি উপহার দিয়েছেন। সাকিবের স্বাক্ষর করা জার্সি পরার জন্য তর সইছে না ব্রিটিশ হাইকমিশনারের। সাকিবের সঙ্গে তোলা ছবিটি সারাহ টুইটারে শেয়ার করে লিখেন, `সাকিব আল হাসানের সঙ্গে আলোচনাটা দারুণ উপভোগ করেছি। আমরা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড করা জয়ের পাশাপাশি অ্যাশেজ ২০২৩ নিয়েও আলোচনা করেছি। তার দেওয়া নতুন জার্সি পরার জন্য তর সইছে না।`