টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের একাদশ সাজানো নিয়ে সমস্যা বহু পুরাতন। ব্যাটিং অর্ডারের গভীরতা খুব বেশি না থাকলে রান করতে বেশ ভুগতে হয় বাংলাদেশকে। সেই সমস্যা সমাধানে সবসময় কম বোলার নিয়ে খেলার ঝুঁকিটাই নেয় সাকিব আল হাসানের দল। তাই প্রতি ম্যাচেই পার্ট-টাইম বোলার দিয়ে পঞ্চম বোলারের অভাব পুরণ করে꧃ বাংলাদেশ।
পঞ্চম বোলারের অভাব পূরণ বাংলাদেশ সবসময়ই আগ্রহী হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত-সৌম্য সরকারের দিকে। বেﷺশিরভাগ সময়ই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত বোলার না পেলে মোসাদ্দেকের উপর ভরসা রেখেছেন সাকিব আল হাসান। মোসাদ্দেককে নিয়মিত বোলার ভাবেন বলেই আস্থা আছে বলে জানান অধিনায়ক।
মোসাদ্দেকের উপর পূর্ণ আস্থা আছে জানিয়ে সাকিব বলেন, “ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এ♉ই বছর ৫ উইকেটও পেয়েছে একটা ম্যাচে। ৫ উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই বিরল ঘটনা। তাকে যদি আপনি অকেশনাল (অনিয়মিত) বোলার হিসেবে মনে করেন আমি বলবো যে সেটা ভুল।”
মোসাদ্দেক টুর্নামেন্টে তিন ম্যাচ খেললেও একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ওভারের পুরো কোটা পূর্ণ করেন। বাকি দꦕুই ম্যাচে করেছিলেন মোটে ৩ ওভার। এরপরেও তার উপরই আস্থা অধিনায়ক সাকিবের।
বলেন, “ও (মোসাদ্দেক) হয়তো আরও ভালো ꦐবোলিং করতে পারে, ওকে আমরা ওভাবে বিবেচনা করেনি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি-টোয়েটিতে চার ওভার করে।”
সাকিব মোসাদ🌞্দেকের উপর ভরসা করলেও পরিসংখ্যান অবশ্য তার পক্ষে কথা বলে না। বিশ্বকাপের ওভার প্রতি ৯.১৪ করে রান দিয়েছেন তিনি। ক্যারিয়ারে ৩১ টি-টোℱয়েন্টিতে ১৮ উইকেট নিয়েছেন এই স্পিনার।