বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হলেন মোহাম্মদ সালাহউদ্দিন। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি𒈔।
মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ꧙্তিতে সালাহউদ🌸্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সালাহউদ্দিনে🀅র নিয়োগ পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখার জন্য স্বদেশি কোচদের উঠে আসার পথ আরও প্রশস্ত করবে।
বোর্ড প্রধান বলেন, “আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জ𒉰াতীয় দলের কাঠামোয় অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাহউদ্দিন নিজের সঙ্গে যে অভিজ্ঞতা, সুনাম ও জ্ঞানভাণ্ডার নিয়ে এসেছেন, তা তাকে এই দায়িত্বের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের কাঠামোয় অন্তর্ভুক্ত করার সময় এসেছে।”
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) লেভেল-৩ কোচিং কোর্সের স্বীকৃতি আছে সালাহউদ্দিনের। তিনি ঘরোয়া পর্যায়ে সফলতম কোচদের একজন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্🌟টি আসর ব൩াংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে একাধিক শিরোপা জিতেছেন তিনি।