• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাসেলের বলে হেডের ব্যাট ভাঙলেও রক্ষা পেলেন ক্রিকেটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৭:০৩ পিএম
রাসেলের বলে হেডের ব্যাট ভাঙলেও রক্ষা পেলেন ক্রিকেটাররা
রাসেল ও হেড। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি আসর মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) বড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন ক্রিকেটারেরা। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচে ট্রেভিস 🌞হেডের ব্যাট ভেঙে হাত থেকে ছিটকে গেল। বল করছিলেন ওয়൲েস্ট ইন্ডজের তারকা আন্দ্রে রাসেল।

নাইট রাইডার্সের হয়ে খেলেন রাসেল। তার করা শর্ট বলে খেলতে গিয়ে ওয়াশিংটনের হেᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚডের ব্যাট ভেঙে যায়। ব্যাটের হ্যান্ড্‌ল ছিল হেডের হাতে। বাকি অংশ ভেঙে বেরিয়ে যায়। ব্যাটের সেই অংশ যে ভাবে উড়ে গিয়েছিল তা যে কারও গায়ে লাগꩵতে পারত। ভাগ্য ভাল থাকায় কারও আঘাত লাগেনি। বলে লেগেছিল ব্যাটের উপরের দিকে। তাতে ওই ভাবে ব্যাট ভেঙে যাবে ভাবেননি হেড। তিনি অবাক হয়ে যান ওই ঘটনায়।

ওই ম্যাচে দক্ষিণ আফ্❀রিকার হেড ৩২ বলে ৫৪ রান করেন। দুটি চার 🐓এবং ছয়টি ছক্কা মারেন। আট উইকেটে ম্যাচ জিতে নেয় তার দল।

ম্যাচ শেষে হেড বলেন, ‘পিচ মন্থর ছিল। আগের ম্যাচের থেকে বেশি স্পিন করছিল। জিতে ভাল লাগছে। কিছু ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল। আর এখানকার 🌠দর্শক দুর্দান্ত। তারা আমাদের জন্য গলা ফাটিয়ে গিয়েছেন। আশা করছি বাকি প্রতিযোগিতাও ভাল কাটবে।’

Link copied!