ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত🌺 করার পর কিলিয়ান এমবাপে বলেছিলেন দলকে যেভাবেই হোক আবার জয়ের রাস্তায় নিয়ে আসতে চান। কারণ, জয়ছাড়া আর কোনো কিছু ভাবতেও ꦜপারেন না তিনি।
প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে খেলতে ন♋েমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে। কিন্তু দুই ফুটবল মহাশক্তির লড়াইয়ে তার ছিটেফোটাও দেখাতে পারেননি তিনি। বরং, উল্টো ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালির কাছে ১-৩ গোলে হেরেছে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স।
অথচ ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। একেবারে শুরুতেই, প্রথম মিনিটে ইতালির জালে বল জড়িয়ে দেন ব্র্যাডলি বারকোলা। দর্শকরা নড়েচড়ে আসন নিয়ে বসার আগেই, মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল হজম করে ফেলে ইতালি। জিওভান্নি ডি লোরেঞ্জোকে ফাঁকি দিয়ে দ্রুততম সময়ে শট নেন বারকোলা। যেটা ♉ফাঁকি দেয় গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকেও।
ফ্রান্সের ফুটবল ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করলেন বারকোলা। মজার বিষয় হলো, এই গোলটি আবার ফ্রান্সের জ�🎃�ার্সিতে তার প্রথম। অর্থাৎ, নিজের প্রথম গোলটাকেই ইতিহাসের পাতায় তুলে দিলেন এই পিএসজি তারকা।
উড়ন্তা সূচনার পরও শেষ পর্যন্ত হারতে হলো ফ্রান্সকে। শুরুতে পিছিয়ে পড়লেও খেলার লাগাম নিজেদ⛄ের হাত থেকে ছাড়েনি লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। ৩০ মিনিটেই দলকে সমতায় ফেরান ফেডেরিকো ডিমার্কো। সান্দ্রো তোনালির পাস থেকে বল পেয়ে ফরাসীদের জালে জড়িয়ে দেন ডিমার্কো।
প্রথমার্ধ শেষ হলো ১-১ স🐷মতায়। দ্বিথীয়ার্ধের পঞ্চম মিনিটেই ইতালিকে এগিয়ে দেন ডেভিড ফ্রাত্তেসি। এরপর ৭৪ মিনিটে জয় নিশ্চিত করা গোল করেন গিয়াকোমো রাসপেদোরি।
দুই দলই ইউরোয় বাজে প❀ারফরম্যান্স থেকে বেরিয়ে আসার চেষ্টায় ছিল এই ম্যাচে। কিন্তু সফল হলো আজ্জুরিরা। কিলিয়𒉰ান এমবাপের দুর্ভাগ্য, তার শট ঠেকিয়ে দিয়েছিলেন ইতালি গোলরক্ষক।
ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘অসম্ভব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, সন্দেহ নেই। আমরা শঙ্কিত ছিলাম যে সে (তোনালি) হয়তো পুরো 💞৯০ মিনিট 💃খেলতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত দুটি অসাধারণ পাস দিয়েছিলো সে। আমরা সত্যি দারুণ একজন খেলোয়াড়কে পেয়ে গেলাম।’