লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিজিবি ও শিক꧒্ষার্থীদের বন্যায় ♑ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হচ্ছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী তারা উপজেলার ✨জোংড়া ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙে যাওয়া সড়ক মেরামতের কাজ করেন।
বিজিবির উদ্য🔯োগে ওই এলাকায় সড়ক সংস্কারের কাজে শিক্ষার্থীদের সহায়তা করেন স্থানীয়রাও।
বিজিবি জানায়, উপজেলার জোংড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধরলা নদীর নিকটবর্তী জোড়া বꩵ্রিজের উভয় প🌃াশে এ্যাপ্রোচ সড়কের মাটি বন্যার পানির স্রোতে ধসে যায়। স্রোতে ব্রিজের প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেঙে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার কারণে সকল প্রকার যানবাহন চলাচলসহ ১০টি পাড়া-মহল্লার প্রায় ১০ থেকে ১২ হাজার সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তিতে পড়েন। জরুরি মুহূর্তে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
বিষয়টি জানতে পেরে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিজিবির উদ্যোগে স্থানীয় ছাত্র জনতার সমন্বয়ে সংস্কা💞র কাজ শুরু করা হয়। দিনব্যাপী তারা প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫ হাজার সিএফটি মাটি, দুই পাশে ড্রেন নির্মাণ এবংᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ৫০টির বেশি বৃক্ষরোপন ও ঘাসের চাপড়া (টার্ফিং) স্থাপনসহ সড়ক সংস্কারের কাজ করেন।