মার্কিন যুক্তরাষ্ট্রের হান্টার উডহল প্যারি🍸সে চলমান প্যারালিম্পিকে ‘টি-৬২’ ৪ꩵ০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছেন। মাত্র একমাস আগে তার স্ত্রী তারা ডেভিস উডহল প্যারিস অলিম্পিক লং জাম্পে সোনা পদক জিতেছিলেন।
স্টেড ডি ফ্রান্সে উডহল শিরোপা জিততে ৪৬.৩৬ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেন জিতেছেন। তিনি পেছনে ফেলেন বিশ্ব রেকর্ডধারী জার্মানির জোহানেস ফ্লোরস ও নেদারল্যান্ডসের অলিভিয়ের♑ হেনড্রিকসকে।
সোনা জেতার পরই ২৫ বছর বয়সী উডহল তার স্ত্রী তারাকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করেন। এই ফিল্ডেই এক মাস আꦆগে তারা সোনার পদক জেতেন।&🔜nbsp;
উডহল বলেন,꧑ ‘আমি এখন আবেগে ভাসছি। এটা আমার জন্য খুবই অবিশ্বাস্য এক আনন্দের বিষ𓆏য়। আমি এতদিন এর জন্যই অপেক্ষা করছিলাম।’
এটি উডহলের ক্যারিয়ারের ✨প্রথম প্যারালিম্পিক শিরোপা। এরআগꦿে টোকিওতে একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
তিনি আরও বলেন, ‘🐎একটি বড় চ্যাম্পিয়নশিপে আমার প্রথম সোনা 🎶এবং আমি এর চেয়ে ভাল আর কিছু অর্জন করেছি বলে মনে করি না।’
তিনি অলিম্পিকের আগে বলেছিলেন, ‘আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হব, আমি শক্তিশালী, আমি দ্রুতগতিতে দূরত꧟্ব অতিক্রম করতে পারি। আমার সেই কথা সত্য হয়েছে।’
উডহল বলেন, আমি ও আমার স্ত্রী- উভয়ের মনে❀র মধ্যেই সোনার পদক জেতা স্বপ্ন ছিল এবং এখন আমরা সেটা করতে পেয়েছি। আমরা আমাদের বাকি জীবন এই সোনার পদক পাওয়ার স্বস্তি নিয়েই থাকতে চাই।’
উল্লেখ্য, গত⛦ আগস্টে প্যারিস অলিম্পিক গেমসে, তারা জার্মানির মালাইকা মিহাম্বো ও স্💯বদেশী জেসমিন মুরকে পেছনে ফেলে সোনা জেতেন। তিনি ৭.১০ মিটার দূরত্ব পার হন।