চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের দ্বিতীয় দফায় দায়িত্ব নেন চান্ডিকা হা♏থুরুসিংহে। মার্চে ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে টাইগারদের সঙ্গে তার দ্বিতীয় যাত্র☂া শুরু হয়। হাথুরুসিংহের ইংলিশ মিশন শুরু হয় হার দিয়ে। তার অধীনে এখন ২৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা যার ভিত সাকিব আল হাসানরা জয় পেয়েছে ৮টি ম্যাচে। এশিয়া কাপের পর বাংলাদেশ ব্যর্থ হয়েছে বিশ্বকাপেও। তার ওপর নাখোশ অনেকেই। দলের এমন বাজে অবস্থার পরও টাইগার গুরু বলেন তার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আগামীকাল (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এস টাইগারদের কোচ বলেন, “আমার আসল কাজ শুরু হব🦩ে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না। দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।”
বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন ৭ মা💛স হয়ে গেছে। টাইগারদের গুরু মনে করেন এই কয়েকটা মাস অনেক কিছুই তার বিপরীতমুখী ছিল। হাথুরুসিংহে বলেন, “দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়।”
বিশ্বকাপে ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। আগামীকাল নিজেদের অষ্টম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। টাইগারদের গুরু অতীত নিয়ে ভাবছেন না। তার মাথায় শুধু কালকের ম্যাচ। সাবেক এই লঙ্কান ক্রিকেটার বলেন, “এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ। পরের ম্যাচটা আমরা কীভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সবকিছুই ঠিকঠাক করছি। ট্রেনিং করছি,♛ খেলোয়াড়দের মুড ভালো, তারা সবাই কঠোরভাবে চেষ্টা করছে। তারা সবাই ভালো করতে চায়। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা সম্ভব সবাইকে সবদিক থেকে চাপমুক্ত রাখা।”
বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে আগেই। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে মিশন শুরু করা টাইগাররা এখন জিততে চায় মেষ দুটি ম্যাচ। কারণ চ্যাম্পি🐻য়ন্স ট্রফির খেলার যোগ্যতা অর্জন করা। টাইগারদের বস বলেন, “শ্রীলঙ্কা-বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। বিশ্বকাপে দুই দলই একই অবস্থায় আছে। যেহেতু আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।”
দিল্লিতে বাংলাদেশের 🤡ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর আড়াইটায়।